মাঠ মাতালেন ছেলে, গ্যালারিতে বসে উপভোগ করলেন জিদান

SHARE

আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো মরক্কোর রাজধানী রাবাত। ফুটবল বিশ্বের কিংবদন্তি জিনেদিন জিদান গ্যালারিতে বসে উপভোগ করলেন নিজের ছেলের খেলা। আলজেরিয়ার গোলপোস্টে দাঁড়ানো লুকা জিদানের নিরাপদ হাতে ভর করেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আলজেরিয়া।

রাবাতের মুলায় এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় আলজেরিয়া।
ম্যাচজুড়ে লুকা জিদান ছিলেন আত্মবিশ্বাসী। প্রথমার্ধেই সুদানের ইয়াসের আওয়াদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন তিনি, যা আলজেরিয়ার জয়ের ভিত গড়ে দেয়।

গ্যালারিতে বসে থাকা জিদানকে বড় পর্দায় দেখানো হলে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা হাসিমুখে ছেলের খেলা উপভোগ করেন, কখনো দাঁড়িয়ে করতালি দেন, কখনো আবার উদ্বেগভরা চোখে মাঠের দিকে তাকিয়ে থাকেন।

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক না থাকায় এই ম্যাচে সুযোগ পান লুকা জিদান। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি। ম্যাচ শেষে আলজেরিয়ান সমর্থকদের বড় অংশই প্রশংসায় ভাসান তরুণ গোলরক্ষককে।