আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

SHARE

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং একসময় বলেছিলেন, “আই হ্যাভ এ ড্রিম”।

সেই ধারাবাহিকতায় তিনি নিজেও ঘোষণা দেন—“আই হ্যাভ এ প্ল্যান”। এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আজকের এই আয়োজনের মঞ্চে দেশের বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত আছেন। দলের নেতাকর্মী, দেশবাসী এবং সমমনা শক্তিগুলোকে সঙ্গে নিয়ে তিনি একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।