মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৩ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে সোমবার শেষ রাতে এ ঘটনা ঘটে।
রাজ্যটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ কথা বলেছেন।
জানা গেছে, উরুয়াপানে গোলাগুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাগুলির ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি স্লট মেশিন কেন্দ্রের মেঝেতে রক্তের মধ্যে মরদেহ পড়ে রয়েছে।
কর্তৃপক্ষ হামলার মোটিভ সম্পর্কে কিছু জানায়নি। তবে ওই এলাকায় মাদক উৎপাদন ও পরিবহনের বাণিজ্যকে কেন্দ্র করে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটে। যদিও এসব সহিংসতায় শিশুদের লক্ষ্য করার ঘটনা খুব বিরল।
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুজনের বয়স ১২ ও ১৩ বছর। নিহতদের মধ্যে ১৪, ১৭ ও ১৮ বছরের কিশোরও রয়েছে।
সূত্র : রয়টার্স




