আসামে বিধ্বংসী আগুনে ৫টি তেলের ট্যাঙ্কার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আসামের কারবি আংলং জেলায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা বলছে, এতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর মিলেনি। দুর্ঘটনাটি ঘটেছে বোকাজান থানার অন্তর্গত খটখটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অয়েল ট্যাঙ্কারগুলি খটখটির গৌতম বস্তি এলাকায়, লহরিজান খটখটির কাছে বেআইনিভাবে পার্ক করা ছিল। তবে কিভাবে একসঙ্গে পাঁচটি অয়েল ট্যাঙ্কারে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে আগুন নেভানোর আগেই ট্যাঙ্কারগুলি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থল লাগায়ো একটি বাড়িতেও আগুন লেগে যায়। সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত।
স্থানীয় এক ব্যক্তিরই প্রথমে নজর পড়ে অয়েল ট্যাঙ্কার জ্বলছে। তিনিই প্রথম থানায় খবর দেন। দমকলকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মকর্তারা এসে শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।