পটুয়াখালীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

SHARE

hortal30পটুয়াখালীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে হরতাল দেয়া হয়েছে।

অবরোধে বের করা বিএনপির মিছিল ও তিনটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী সদর থানায় শুক্রবার একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হওয়া বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রবসহ ৮৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অবরোধের তৃতীয় দিন সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড়ে দুটি অটোরিকশা ও একটি পিকআপভ্যানে ভাঙচুর করে অবরোধকারীরা। ভিডিও ফুটেজ ও ছবি দেখে ভাঙচুরকারীদের শনাক্ত করে প্রকৃত দায়ীদের আসামি করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) কবির বাদী হয়ে মামলাটি করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব জানান, পুলিশি মামলা-হামলা করে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। এ সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে।