ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

SHARE

যুক্তরাষ্ট্র শুক্রবার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। মার্কিন ট্রেজারি দপ্তর এক বিবৃতিতে জানায়, তিনি ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন-শৃঙ্খলা বাহিনী (এলইএফ)-এর তত্ত্বাবধান করেন, যা হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর মৃত্যুর জন্য দায়ী একটি প্রধান সংস্থা’।