মিরসরাইয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

SHARE

mirshoraiমিরসরাইয়ে টহল পুলিশের সিএনজি অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধকারীরা। এসময় তারা দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

শনিবার  ভোররাত সাড়ে তিনটায় উপজেলার ডাকঘর ভাঙ্গাপোল এলাকায় এ ঘটনায় ঘটে।

এছাড়া শুক্রবার রাত আটটার দিকে মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংকের সামনে একটি গাড়ি আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন রাত ১০টায় উপজেলার বাদামতলী এলাকায় ছাত্রদল, যুবদল জাসাস কর্মীরা পাথর ছুঁড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় মিরসরাই পৌর ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে।

হাদি ফকির হাট সিএনজি অটোরিকসা চালক সমিতির সভাপতি মো. বাবুল জানান, শনিবার রাতে ডাকঘর এলাকায় পুলিশের ডিটটি করার সময় ৮-১০জনের একটি দল অটোরিকসায় হামলা চালায়।

এ সময় দায়িত্বরত তিন পুলিশ সদস্য তখন নিরাপদে চলে যায়। তারা অটোরিকশাটি ভাঙচুর করে এবং দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজন এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো.কাউসার গাড়িতে আগুন দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে টহল পুলিশের অটোরিকশা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি।