কুমারখালীতে ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত, আহত ১

SHARE

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আলুবোঝাই মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা (৪৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। বাদশা কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার ‘আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে’র স্বত্বাধিকারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা কর্মী মুফতি খাইরুল বাশার আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে আব্দুর রাজ্জাক বাদশা তার এক কর্মীকে নিয়ে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খাঁনের বাসভবন খোকসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তারা সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় দ্রুতগামী ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগেই বাদশার সাথে আমার ফোনে কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু জরুরি কথা বলতে চেয়েছিলেন। কিন্তু পথেই যে এমন বিপর্যয় ঘটবে তা কল্পনাও করিনি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যেহেতু মরদেহটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তাই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।