সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, “গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে তৃণমূলের প্রতিটি কর্মীকে সকল ভেদাভেদ ভুলে আন্দোলনের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীহাইল গ্রামে আয়োজিত পথসভাটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। পথসভায় নাছির উদ্দিন চৌধুরী আবেগপ্রবণ কণ্ঠে ভোটারদের উদ্দেশ্যে বলেন, ”আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করুন। এটিই আমার জীবনের শেষ নির্বাচন, এটিই শেষ চাওয়া। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি আপনাদের এলাকার আমূল উন্নয়ন দেব।”
এলাকায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কেউ আপনাদের ওপর কোনো অত্যাচার বা জুলুম করার চেষ্টা করে, তবে সরাসরি আমাকে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে সেটি প্রতিহত করব। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে টেলিফোনে যোগাযোগ করবেন।”
শ্রীহাইল গ্রামের বাসিন্দা আলী আহমদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।
এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে ধানের শীষের জয় এখন সময়ের দাবি। শ্রীহাইলের বিশাল জনসভা শেষে নাছির উদ্দিন চৌধুরী পর্যায়ক্রমে ইসাকপুর, সীমের কান্দা, মনুয়া, সহদেব পাশা, কান্দিগাঁও ও ইয়ারাবাদ গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে এই ঝটিকা সফরের ফলে পুরো শাল্লা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




