নির্বাচনে কোনো ‌‌‘দুই নম্বরি’ চলবে না : ইসি সানাউল্লাহ

SHARE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘এবারের নির্বাচনটা একটু অন্য রকম। এটা নিয়ম রক্ষা বা গতানুগতিক নির্বাচন নয়। এবারের নির্বাচনে ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরী কোনো পদ্ধতি নেই জেতার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘গত তিনটি নির্বাচনে যাদের বিরূপ ভূমিকা ছিলো তাদের এবারের নির্বাচনী কর্মকাণ্ডে রাখা হয় নাই। এ নির্বাচনে আমাদের অন্যতম উদ্বেগের কারণ হলো এখনো বেশ কিছু অস্ত্র হারানো আছে। আবার স্বস্তির জায়গা হলো বেশিরভাগ অস্ত্র উদ্ধারও হয়েছে।

ডেভিলহান্ট ফেজ-২ চালু হওয়ার পরে গত দেড় মাসে প্রায় পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এখনো অনেক অস্ত্র হারানো আছে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘অন্য যে কানো সময়ের চেয়ে এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুল ও প্রার্থীরা আচরবিধি প্রতিপালনের বিষয়ে অনেক বেশি সচেতন। এটা সম্ভব হয়েছে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারির কারণে।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুযোগ দিলে সুযোগের মিসইউজ হতে পারে। সুতরাং আমাদের নজরদারি খবরদারি রাখতে হবে এবং রাজনৈতিক দলকেও আরো উৎসাহী করতে হবে যাতে করে তারা এ পর্যন্ত যে সচেতনতা দেখিয়েছে তা নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করেন। এবারের নির্বচন সার্থকতা জন্য তিনটি কন্ডিশন উচ্চারণ করেছি। একটি হলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। নির্বচানী দায়িত্ব প্রাপ্ত সকল কর্মকর্তাকে শতভাগ এ তিনটি পালন করতে হবে।

যখন আমরা নিরপেক্ষতার কথা বলছি তখন আমাদেরকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। আমরাও একজন ভোটার, আমরাও নাগরিক। আমিও হয়তো ভোট কেন্দ্রে গিয়ে কোনো একটা প্রার্থী বা মার্কাকে ভোট দিবো। আমার পছন্দ ওই খানেই শেষ।’

তিনি আরো বলেন, ‘যখন আমি দায়িত্ব পালন করছি আর কোনো পছন্দ আর অপছন্দ নাই। এক সুতাও ডানে থেকে বামে যাওয়া যাবে না। সকল প্রার্থী ও সকল দলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে সকল ভোটার যেনো নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারে। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।