বিএনপি ও জামায়াতের আজকের কর্মসূচি

SHARE

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রেসক্লাবের জহুর হোসেন অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩টায় ‘নারীর ভোট ও ভবিষ্যতের রাষ্ট্রে কর্মজীবী নারীর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বেইলি রোডে অফিসার্স ক্লাবে সকাল ১০টায় ‘জাকাত ফেয়ার ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিএনপির কর্মসূচি

মিরপুর-১৪-তে উঠান বৈঠকে বিকেল ৩টায় ভাষানটেকের নারী প্রতিনিধি ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন।

এদিকে, বেলা ১১টা থেকে গেন্ডারিয়া থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

জামায়াতের কর্মসূচি

বিকেল ৪টায় গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।