হরতাল-অবরোধ বন্ধে আইনগত ব্যবস্থা চায় এফবিসিআই

SHARE

fbcci10হরতাল-অবরোধ বন্ধে আইনগত ব্যবস্থার কথা ভাবছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি বলেন, এফবিসিসিআই পরিচালকরা বৈঠকে দেশে চলমান অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সুযোগ থাকলে আইনের আশ্রয় নেয়ার ব্যাপারে তারা (পরিচালকরা) একমত। বিষয়টি খতিয়ে দেয়া হবে।

কাজী আকরাম বলেন, “দেশের ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সহিংসতা বন্ধে আইনের আশ্রয় নেয়া ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি জানান, অবরোধে গড়ে দিনে ক্ষতি হচ্ছে দেড় থেকে দুই হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।