গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস শিক্ষার্থীদের পাঠদান ও রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
অবস্থান
ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান।
ঠিকানা
৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫
ফোন- ০২- ৯৬১২৩৪৫ এক্স- ২৫২ (হাসপাতালের তথ্য কেন্দ্র), ০২- ৯৬১২৩৪৫ এক্স-১৩২৬ (কলেজের তথ্য কেন্দ্র)
ফ্যাক্স- ৮৮-০২- ৯৬৭১০৮০
মোবাইল- ০১৬১৮-৮০০০৮৮ (হাসপাতালের তথ্য কেন্দ্র), ০১৭১৬-৩২৯৯৬৪ (কলেজের তথ্য কেন্দ্র)
ই-মেইল- [email protected]
[ বিঃ দ্রঃ কলেজে ভর্তি বা অন্যান্য তথ্যের জন্য কলেজের নম্বরে এবং হাসপাতালের বিষয়ে খোঁজ খবর নিতে হাসপাতালের তথ্য কেন্দ্রের নম্বরে যোগাযোগ করুন। ]
ভর্তি প্রক্রিয়া
এই মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রকাশিত মেধাক্রম বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষায় একটি নির্দিষ্ট মেরিট স্কোর পর্যন্ত প্রাপ্ত পরীক্ষার্থীদের বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির উপযুক্ত ঘোষণা করা হয়। উক্ত তালিকায় অন্তর্ভূক্ত এবং গ্রীন লাইফ মেডিকেল কলেজে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদের মধ্য হতে কলেজের নির্ধারিত
ফর্মে দরখাস্ত আহবান করা হয়।
ভর্তির ফরম সংগ্রহ ও জমাদান
১,০০০ টাকা পরিশোধ সাপেক্ষে ‘ভর্তি ফরম’ সংগ্রহ করা যায়। যথাযথভাবে পূরণ করে জমা দিতে হয়।
অস্বচ্ছল ও মেধাবী কোটায় ভর্তিচ্ছু প্রার্থীগণকে স্বাস্থ্য অধিদপ্তরে সরাসরি আবেদন করতে হয়।
বিদেশী কোটায় ভর্তিচ্ছু বিদেশী ছাত্র-ছাত্রী বা তাদের প্রতিনিধি সরাসরি কলেজ অফিস বা ই-মেইল এর মাধ্যমে ভর্তি সংক্রান্ত তথ্যাদি জানতে পারেন।
নির্বাচিত
ভর্তির ফরম জমাদানকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান তালিকা কলেজ নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষার্থীর ৬ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষা পাশের নম্বরপত্র ও প্রশংসাপত্রের মূল কপি ও ফটোকপি।
ভর্তি ফি ও খরচ
এম.বি.বি.এস কোর্সের ভর্তির ফি এককালীন ১২,৫০,০০০ টাকা। এই ফি ভর্তির সময় প্রদান করতে হয়।
মেয়াদ- ৫ বৎসর + ১ বৎসরের ইন্টার্নী
মাসিক ফি ৭,৩০০ টাকা
সেশন চার্জ ও অন্যান্য ফি ৩,১০,০০০ টাকা
সর্বমোট ২০,০০,০০ টাকা
লাইব্রেরী
মেডিকেল কলেজটির একটি ছোট লাইব্রেরী রয়েছে। এটি ভবনের ১৫ তলায় অবস্থিত। লাইব্রেরীটি সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত।
ল্যাব
এই মেডিকেল কলেজে ৩টি ল্যাব রয়েছে। যেগুলো ভবনের ৭ম তলা, ১৪তম তলা ও ১৫ তলার উত্তর পার্শ্বে অবস্থিত।
ক্লাসরুম
ক্লাসরুমে বসার জন্য উন্নত ফোমের স্টিলের চেয়ার, ও বেঞ্চ রয়েছে। ক্লাসরুমে পর্যাপ্ত আলো-বাতাস আসার ব্যবস্থা রয়েছে। ক্লাসরুমের ফ্লোরগুলো উন্নত টাইলস বিশিষ্ট।
সাধারণত সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে।
ইন্টার্নী
নিজস্ব হাসপাতালে ১ বৎসরের ইন্টার্নী করার সুযোগ রয়েছে। ইন্টার্নী করার সময় শিক্ষার্থীদের সম্মানী দেওয়া হয়।
কলেজ ভবন
ভবনটি ১৬ তলা বিশিষ্ট।
কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৭ম, ১৪তম ও ১৫তম তলা ব্যবহৃত হয়।
হাসপাতালের নীচতলায় রিসিপশন ও পূর্ব পার্শ্বে ২ টি লিফট রয়েছে।
ভবনের ফ্লোরগুলো টাইলসকৃত।
১১ তলায় ১ টি অডিটোরিয়াম রয়েছে।
কলেজ ভবনটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত।
বিবিধ
চিকিৎসা সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
খেলাধূলার মাঠ নেই। তবে ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে। এটি ভবনের ১৫ তলায় অবস্থিত। সেখানে বিলবোর্ড খেলার ব্যবস্থা রয়েছে।
ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে।
রাজনীতি মুক্ত মেডিকেল কলেজ।
আবাসিক সুবিধা নেই।
বৃত্তি ও ছাড়ের ব্যবস্থা নেই।
হাসপাতালের তথ্য
হাসপাতালের ফোন- ০২- ৯৬১২৪৪৫-৫৪, ৯৬১৫৪১২
হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।
সাধারণ ওয়ার্ডে বেডের ভাড়া ১,২০০ টাকা থেকে ১,৮০০ টাকা পর্যন্ত (থাকা-খাওয়াসহ)
বিশেষজ্ঞ ডাক্তার ৪০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে ৮ টা পর্যন্ত দেখানোর ব্যবস্থা রয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ও হাসপাতালের ওয়ার্ড, কেবিন মেডিকেল কলেজ ভবনে অবস্থিত।
হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।