গলায় ফাঁস নেওয়া মাহফুজের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই : পুলিশ

SHARE

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহফুজকে (২৫) হত্যা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি ভুল দাবি করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে নোয়াখালী জেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের ছায়েদুল হকের বাড়ির রান্না ঘরের উত্তর পাশে পেয়ারাগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, তিনি ছায়েদুল হকের ছেলে। তার নাম মো. মাহফুজ।
তার ছাত্রলীগের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

আরো বলা হয়েছে, পুলিশ ভিকটিমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তে ভিকটিমের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় ভিকটিমের বাবা ছায়েদুল হক সুধারাম থানায় অপমৃত্যু মামলা করেছেন।