ক্যান্সার হোম

SHARE

cancer-home--online-dhaka-guideক্যান্সার চিকিৎসায় দেশে সীমিত সরকারী উদ্যোগের পাশাপাশি কিছু বেসরকারী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। যেসকল বেসরকারী প্রতিষ্ঠান ক্যান্সার রোগীদের সেবায় এগিয়ে এসেছে এদের মধ্যে ক্যান্সার হোম একটি। ক্যান্সার হোম ১৯৯৮ সালে যাত্রা শুরু করে।

অবস্থান

মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান।

ঠিকানা

রাফা মেডিকেল সার্ভিসেস

৫৩, মহাখালী (নিচতলা)

ফোন- ০২-৯৮৬১১১১

মোবাইল- ০১৭১৫-০৯০৮০৭, ০১৯৭৫-০৯০৮০৭

ই-মেইল- [email protected]

ওয়েব- www.cancerhomebd.com

ক্যান্সার হোমের সেবাগুলো

সূচনায় ক্যান্সার রোগ নির্ণয়, সকল প্রকার বায়োপসি, এফএনএসি (FNAC)
অভিজ্ঞ ডাক্তার দ্বারা কেমোথেরাপী (ডে-কেয়ার সার্ভিস)
ক্যান্সার রোগীদের অল্প খরচে থাকার সু-ব্যবস্থা
স্বল্প ব্যয়ে ক্যান্সার অপারেশনের ব্যবস্থা
রক্ত দেয়ার ব্যবস্থা
সহজ ও আধুনিক পদ্ধতিতে বিনা অপারেশনে FNAC এর মাধ্যমে ফুসফুস ও স্তনের ক্যান্সার নির্ণয় (FNAC) স্তনে বা শরীরের যে কোন স্থান কোন চাকা বা পিন্ডের সৃষ্টি হলে, বিনা অপারেশনে পরীক্ষা করার পদ্ধতি।
জটিল ও কঠিন রোগীদের বোর্ড গঠন করে চিকিৎসা
প্যাপ টেস্টঃ মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় নির্ণয়ের পদ্ধতি।
ভায়া টেস্টঃ মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার সংক্ষিপ্ত সময়ে নির্ণয় করণ।
আধুনিক পদ্ধতিতে ফুসফুস ও পেট হতে পানি বাহির করা
টার্মিনাল কেয়ার সার্ভিস রাউন্ড দি ক্লক।
ক্যান্সার সচেতনতার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা।
ডিজিটাল এক্স-রে, ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এনডোসকপি, ব্রনকোসপি, প্লুরাল বায়োপসি সহ ক্যান্সারের সকল পরীক্ষার ব্যবস্থা।

ক্যান্সারের লক্ষণ

স্তন ক্যান্সারের লক্ষণ

স্তনে চাকা বা গোটা বা ঘা।
বোঁটা বা নিপল দিয়ে পুঁজ বা রক্ত বের হওয়া।
নিপল ভিতরে ঢুকে যাওয়া।
বগলে চাকা বা ঘা।
চামড়া কমলা লেবুর খোসার মত হওয়া।

জরায়ু ক্যান্সারের লক্ষণ

অনিয়মিত রক্তস্রাব হওয়া।
মাসিক বন্ধের এক বছর পরেও রক্ত যাওয়া।
মিলনের পর রক্তপাত বা ব্যাথা হওয়া।
দূর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া।
তলপেটে চাকা বা পানি জমা।

ফুসফুস ক্যান্সারের লক্ষণ

খুসখুসে কাশি বা ভাঙ্গা কন্ঠস্বর
কাশির সাথে রক্তপড়া
বুকে ব্যথা, স্থায়ী শ্বাসকষ্ট
ফুসফুসে পানি জমা

খাদ্যনালী ক্যান্সারের লক্ষণ

গিলতে অসুবিধা বা হজমে গন্ডগোল।
বমি বা কালো পায়খানা হওয়া।
পেটে চাকা বা পানি জমা/ পেট ফোলা।
খাওয়ার পর অস্বস্তি লাগা।

কোলন বা রেকটাম ক্যান্সারের লক্ষণ

পেটে চাকা, পেট ফোলা।
মলত্যাগের সময় রক্ত পড়া।
অনিয়মিত পায়খানা, কোষ্ঠ কাঠিন্য।

মুখ ও গলা ক্যান্সারের লক্ষণ

মুখের ভিতরে/ বাহিরে ঘা
গলায় গোটা বা চাকা

ছড়িয়ে পড়া ক্যান্সারের লক্ষণ

পেটে পানি, পেটে চাকা, জন্ডিস, শ্বাসকষ্ট, কাশি, হাতে-পায়ে ব্যথা, কোমরে ব্যথা ও ওজন কমে যাওয়া প্রভৃতি।

রোগী দেখার সময়

শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ও সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
শুক্রবার ও ডাক্তারগণ রোগী দেখে থাকেন তবে পূর্বে অ্যাপয়েনমেন্ট নিতে হয়।

বহির্বিভাগে ডাক্তার

বহির্বিভাগে দুজন ডাক্তার নিয়মিত রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। বহির্বিভাগে ক্যান্সার সম্পর্কিত রোগীদের পরামর্শ দেয়া হয়। ডাক্তারগণ হলেনঃ

ডাঃ গোলাম আব্দুস সালাম

এমবিবিএস (ঢাকা) এস.এম অনেকোলজি (থিসিস)

জাতীয় ক্যান্সার হাসপাতাল, মহাখালী, ঢাকা।

টেষ্ট সুবিধা

এখানে রোগীদের জন্য বিভিন্ন ধরনের টেষ্ট সুবিধা পাওয়া যায়। নিচে কয়েকটি টেষ্টের খরচ তুলে ধরা হলঃ

আলট্রাসনোগ্রাম- ৮০০ টাকা
এক্সরে- ২৬০ টাকা
রক্ত পরীক্ষা- ২৫০ টাকা
ইউরিন পরীক্ষা- ২৫০ টাকা

প্রেসক্রিপশন ফি

রোগীর পরামর্শ পত্রের জন্য ডাক্তারগণকে ৪০০ টাকা ফি দিতে হয়।
গরীব রোগীদের অবস্থা বিবেচনা করে প্রেসক্রিপশন ফি ২০০ টাকা থেকে ৩০০ টাকা রাখা হয়।

ঔষধের দোকান

ক্যান্সার হোম ভবনের দক্ষিণে নিজস্ব ঔষধের দোকান রয়েছে।
এই ফার্মেসীতে দেশী ও বিদেশী সকল প্রকার ঔষধ পাওয়া যায়।
ফার্মেসীটি সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে।
এখান থেকে ঔষধ ক্রয়ে কোন ধরনের ডিসকাউন্ট পাওয়া যায় না।

অভিযোগ

এখানের কোন ধরনের সমস্যায় বা অব্যবস্থাপনায় অভিযোগ করার ব্যবস্থা রয়েছে।
লিখিত বা মৌখিক অভিযোগ করার জন্য ইনফরমেশন ডেস্কে যেতে হয়।

পিডায়াট্রিক সুবিধা

শিশুদের ক্যান্সার চিকিৎসায় পিডায়াট্রিক সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে।

রোগী ভর্তি

এখানে রোগী ভর্তি করানোর কোন ব্যবস্থা নেই।
তবে ডাক্তারগণ প্রয়োজন মনে করলে নিকটবর্তী তিনটি মেডিকেল সার্ভিসের যেকোনটিতে ভর্তি করানোর পরামর্শ দিয়ে থাকেন।
মেডিকল তিনটি হলঃ
লাইফ লাইন মেডিকেল সার্ভিসেস
কিউর মেডিকেল সার্ভিসেস
আয়েশা মেডিকেল সার্ভিসেস

বিবিধ

এখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে।
রোগীদের সেবার জন্য এখানে ৬ জন নার্স রয়েছে।
এখানে কোন ধরনের অপারেশন করার ব্যবস্থা নেই।
এখানে গাড়ি পার্কিং এর কোন ব্যবস্থা নেই।