মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অ্যাপ টিকটকে অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছে হোয়াইট হাউস। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় (অ্যাটহোয়াইটহাউস) নামের অ্যাকাউন্টটি চালু হয়। এটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চান।
২০২৪ সালের নভেম্বরে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।
তার দাবি, টিকটকের মাধ্যমেই তিনি তরুণ ভোটারদের সমর্থন পেয়েছিলেন। তাই এবারও সেই প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন। গতকাল মঙ্গলবার অ্যাকাউন্টটির প্রথম ভিডিওতে ট্রাম্পকে বলেন, ‘আই অ্যাম ইউর ভয়েজ’। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকা উই আর ব্যাক, হোয়াটস আপ টিকটক?’
এ ছাড়াও ট্রাম্প তার পুরোনো টিকটক অ্যাকাউন্ট (অ্যাটরিয়েলডোনাল্ডট্রাম্প) ব্যবহার করছেন, যেটির ফলোয়ার সংখ্যা ১.৫ কোটির বেশি।
এ ছাড়া তিনি ট্রুথ সোশ্যাল ও এক্স (পূর্বের টুইটার)-এও মাঝেমধ্যে পোস্ট করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ট্রাম্প প্রশাসন চায়, প্রেসিডেন্টের সফলতা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছাতে। ট্রাম্প টিকটকে দারুণ সাড়া পেয়েছেন, এখন সেটিকে আরো এগিয়ে নিতে চাই।’
তবে ওয়াশিংটনের অনেক আইনপ্রণেতা চিন্তা করছেন চীনা নিয়ন্ত্রণ নিয়ে।
টিকটকের মূল কম্পানি চীনের ‘বাইট ড্যান্স’। আর অনেকেই মনে করেন, এই অ্যাপে থাকা আমেরিকানদের তথ্য চীনা সরকারের হাতে পৌঁছাতে পারে। ২০২৪ সালে একটি নতুন আইন পাস হয়, যেখানে বলা হয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে যদি ‘বাইট ড্যান্স’ অ্যাপের মার্কিন অংশ বিক্রি না করে, তবে টিকটককে তা বন্ধ করতে হবে।
কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই আইন কার্যকর করেননি। বরং তিনি ডেডলাইন একাধিকবার বাড়িয়েছেন—প্রথমে এপ্রিল, পরে জুন এবং এখন সেটি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এই বিলম্ব নিয়ে অনেক সাংসদ ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা মনে করছেন ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা উপেক্ষা করছে।
সূত্র : খালিজ টাইমস