ইব্রার জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত বুমরাহ

SHARE

ভারতীয় ক্রিকেট দলের পেসার জাশপ্রীত বুমরাহ সম্প্রতি পেলেন ফুটবল সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচের স্বাক্ষরিত এসি মিলান নম্বর ১১ জার্সি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বুমরাহ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জার্সিতে লেখা ছিল, ‘To Jasprit! With all love and success.’ আনন্দে বুমরাহ ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ওহো! কথা শেষ, আনন্দে অভিভূত।’ এ মুহূর্তটি সম্ভব করে দেওয়ার জন্য তিনি স্ত্রী সঞ্জনা গানেসানকে ধন্যবাদ জানিয়েছেন।

বুমরাহ আগেও ইব্রাহিমোভিচকে তার অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন। ২০২৩ সালে তার অবসরের সময় তিনি লিখেছিলেন, “আমার জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস এবং ‘সিংহের মনোভাব, কখনো পিছপা নয়’ মানসিকতা আবিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ।”

সুইডেনের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মনে করা হয় ইব্রাহিমোভিচকে। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্সের মতো ইউরোপের সব বিখ্যাত ক্লাবে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার শীর্ষ পর্যায়ের ফুটবলে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫৭৩ গোল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইব্রা।