বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালটিতে চক্ষু বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অবস্থান
ফার্মগেট কৃষি বিপণন অধিদপ্তর থেকে ৫০ গজ দক্ষিণ দিকে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালটি অবস্থিত।
ঠিকানা
ফার্মগেট, শেরে বাংলা নগর, খামার বাড়ী, ঢাকা – ১২১৫।
ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫
ই-মেইল: [email protected]
ইনস্টিটিউট ভবন
এই ইনস্টিটিউট ভবনটি ৩ তলা বিশিষ্ট। ভবনের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য রয়েছে সিঁড়ি এবং ১ টি লিফট। লিফটটি ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। ভবনের ৩য় তলায় অপারেশন থিয়েটারটি অবস্থিত।
অনুসন্ধান ডেস্ক
হাসপাতালের অনুসন্ধান ডেস্কটি ভবনের নিচতলায় প্রবেশ মুখেই অবস্থিত। সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য সেখানে ৪ জন লোক নিয়োজিত থাকেন। জরুরী যোগাযোগ নম্বর ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫।
সেবাগুলো
চক্ষু সমস্যাজনিত রোগী ভর্তি রেখে চিকিৎসা প্রদান
বহির্বিভাগ চিকিৎসা সেবা
চোখের সকল ধরনের টেস্ট
রোগী ভর্তি প্রক্রিয়া
রোগী ভর্তি করানোর জন্য প্রথমে বর্হিবিভাগে ডাক্তার দেখাতে হয়।
রোগের ধরন পর্যবেক্ষণ করে রোগী ভর্তি করা হয়।
রোগী ভর্তি করার জন্য হাসপাতালের সি ব্লকে যোগাযোগ করতে হয়।
হাসপাতালের নির্ধারিত ফরম পূরণ করে রোগী ভর্তি করা হয়।
ভর্তির সময় কোন টাকা পরিশোধ করতে হয় না।
কেবিন ও ওয়ার্ডগুলো
এই হাসপাতালটিতে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে ২০ টি কেবিন রয়েছে।
কেবিনগুলোতে আধুনিক বেড, এসি, চেয়ার-টেবিল, এটার্চ বাথ রয়েছে।
সিঙ্গেল কেবিনের ভাড়া (দৈনিক) ২,০০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া (দৈনিক) ৩,০০০ টাকা।
সাধারণ বেডের সংখ্যা ৩৫ টি।
সাধারণ বেডের ভাড়া (দৈনিক) ৩০০ টাকা।
কেবিন ও ওয়ার্ডে সিট পাওয়ার জন্য সীট বন্টন কক্ষে যোগাযোগ করতে হয়।
বর্হিবিভাগ চিকিৎসা সেবা
এই হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বর্হিবিভাগেও চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সপ্তাহের ৭ দিনই বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্হিবিভাগে চিকিৎসা ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হয়।
বর্হিবিভাগে দায়িত্বরত চিকিৎসক
প্রফেসর কামাল উদ্দিন
এম.বি.বি.এস
নাজমুন নাহার
সিনিয়র কনসালটেন্ট
যেসব অপারেশন করা হয়
অপারেশনের নাম
খরচ
ছানি অপারেশন
২০,০০০/-
ডেসিয়ার অপারেশন
৮,০০০/-
কর্ণিয়া অপারেশন
৯,০০০/-
রেটিনা অপারেশন
১২,০০০/-
অর্ডবিট অপারেশন
১০,০০০/-
টমা অপারেশন
৭,০০০/-
নেত্রনালী অপারেশন
৩,০০০/-
টেস্ট ও টেস্টের ফি
এই হাসপাতালে চোখের যাবতীয় রোগের টেস্ট করার সুবিধা রয়েছে।
টেস্টের নাম
খরচ
প্রিলাছিক
৩,০০০/-
সেক
৩০/-
হামপ্রে
১,২০০/-
সি.ই.পি
৩,০০০/-
এফ.এফ.এ
৩,০০০/-
ই.সি.জি
৬১০/-
গ্রেট
৮০০/-
সি.সি.টি
৬৫০/-
ব্লাড
২৬০/-
ও.সি.টি
৫৫০/-
ইউরিন
২২০/-
ডাক্তার ও নার্স
এখানে রোগীদের সেবা প্রদানের জন্য মোট ৬০ জন ডাক্তার রয়েছেন। এদের মধ্যে ৮ জন ডাক্তার স্থায়ী এবং বাকী ৫২ জন ডাক্তার অস্থায়ী ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করেন। ডাক্তারগণ ২ টি শিফটে ভাগ হয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
ডাক্তার ও রোগীদের সহায়তা ও সেবা প্রদানের জন্য ৭০ প্রশিক্ষিত নার্স ও ব্রাদার রয়েছে।
ঔষধের দোকান
হাসপাতালটির নিজস্ব একটি ঔষধের দোকান রয়েছে। ঔষধের দোকানটি হাসপাতালের নিচতলায় উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানে দেশী-বিদেশী সকল ধরনের ঔষধ পাওয়া যায়।
বিল পরিশোধ
এই হাসপাতালের যাবতীয় বিল ক্যাশে পরিশোধ করতে হয়। কোন প্রকার ক্রেডিট কার্ড গ্রহণ করা হয় না।
গাড়ি পার্কিং
হাসপাতালের নিজস্ব কোন গাড়ি পার্কিং ব্যবস্থা নেই।
অগ্নি-নির্বাপন ব্যবস্থা
হাসপাতালটিতে অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। প্রতি ফ্লোরেই রয়েছে ১ টি করে ফায়ার এক্সিটের ব্যবস্থা।
টয়লেট
হাসপাতালের প্রতি ফ্লোরে মহিলাদের জন্য ২ টি এবং পুরুষদের জন্য ২ টি করে ৪ টি টয়লেট রয়েছে। আর সকল কেবিনেই এটাচ টয়লেট রয়েছে।
ব্যাংক
হাসপাতাল থেকে ১০০ গজ উত্তর দিকে কৃষি ব্যাংকের একটি শাখা রয়েছে।