এরদোগানের প্রশংসায় সৌদি আরব

SHARE

২৪আওয়ার ডেস্ক :   গণভোটে বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোগানকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব।
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে সোমবার এরদোগানের নেতৃত্বের প্রশংসা করা হয়। খবর: আল-আরাবিয়ার।
মন্ত্রিপরিষদ এরদোগান ও তার দেশের জনগণকে সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়ায় অভিনন্দন জানায়।
সৌদি সরকার আশা করে, এ রায়ের মাধ্যমে তুরস্ক উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। পরিবর্তনের পক্ষে রায় দিয়ে তুর্কি জাতি এক নতুন স্তম্ভে পা রাখল।
এর আগে গণভোটে বিজয়ের পর সোমবার এরদোগানকে ফোন করে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবিধান সংশোধনে তুরস্কের ৫১ ভাগের বেশি জনগণ ‘হ্যাঁ’ ভোট দেন। আর ‘না’ ভোট পড়ে ৪৯ শতাংশ নাগরিক।
১৬ এপ্রিল এই গণভোটের মাধ্যমে তুরস্ক সংসদীয় ব্যবস্থা থেকে কার্যত প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় ফিরে যাচ্ছে।