গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

SHARE

gazipurগাজীপুর মহানগরীর জয়দেবপুর থানা সংলগ্ন রেললাইনে  ট্রেনে কাটা পড়ে হাওয়া (১২) নামে এক কিশোরী ও আব্দুল মোতালেব (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকাল সোয়া সাতটার দিকে জয়দেবপুর থানার পূর্বপাশের রেললাইনে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল মোতালেব ও হাওয়া বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এএসআই জানান, ট্রেনে কাটা পড়ে আব্দুল মোতালেবের শরীর দুই টুকরো হয় যায়। ট্রেনের ধাক্কায় হাওয়া বেগম মাথায় আঘাত পায়। এছাড়া তার পা ভেঙে যায় ও একটি হাত কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আব্দুল মোতালেব গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার বাসিন্দা। হাওয়া বেগম ময়মনসিংহের নান্দাইল থানার দেলধঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে।