ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

SHARE

endoইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় এক আবাসিক এলাকার ওপর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন।

মেডান শহর থেকে আকাশে উড়ার কিছু পরেই এটি বিধ্বস্ত হয়।

চার ইঞ্জিন বিশিষ্ট হারকিউলেস বিামানটিতে পাইলটসহ ১২ জন ক্রু ছিলেন।

সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় পরিবহন বিমানটিতে ১২২ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই কর্মী ও তাদের স্বজন।

তবে বিমান যাত্রী ছিলেন না, এমন অন্তত আরো ১৯ জন নিহতের মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, পাইলট কারিগরি ত্রুটির কারণে বিমান ঘাঁটিতে ফিরে যেতে চেয়েছিলেন।

তবে কিছু সময় পরেই সেটি মেডেনের কয়েকটি বাড়ি ও একটি হোটেলের উপর আছড়ে পড়ে। এরপরই সেখানে আগুন ধরে যায়।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। সেখানে ঘন কালো ধোঁয়ার কুন্ডলি দেখা যাচ্ছে।