তিন দিনেও খোঁজ মেলেনি পাইলটের

SHARE

tahmidঘটনার পর পেরিয়ে গেছে তিন দিন। কিন্তু এখনো খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট তাহমিদ রুম্মান চৌধুরীর। উদ্ধার করা যায়নি ককপিটের ভগ্নাবশেষও।

তবে উত্তাল সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থা।

সোমবার এফ-৭ যুদ্ধবিমানটি জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টার দিকে টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর কিছু পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও পতেঙ্গা এলাকা থেকে ছয় নটিক্যাল মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

এর পর থেকে বিমানে থাকা একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ রুম্মান চৌধুরী নিখোঁজ হন। তবে এদিন বিকেল সাড়ে তিনটার দিকে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের তিনটি অংশ উদ্ধার করা হয়।