নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ গ্রিস

SHARE

grish1শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের ১৬০ কোটি ইউরোর কিস্তি দিতে ব্যর্থ হয়েছে গ্রিস। বাংলাদেশ সময় আজ ভোর চারটায় শেষ হওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় গ্রিস এখন আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি। উন্নত বিশ্বের কোনো দেশের এমন ঋণখেলাপি হবার ঘটনা এই প্রথম।

একই সাথে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের চুক্তিও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

ফলে হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা গ্রিসের জন্য এখন নতুন করে কোথাও থেকে ঋণ পাওয়া সহজ হবে না।

এর কয়েক ঘণ্টা আগে অবশ্য আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের মেয়াদ বাড়ানোর একটি আবেদন জানিয়েছিল গ্রিস।

কিন্তু ইউরো জোনের মন্ত্রীরা সেই আবেদনে সাড়া দেননি। – বিবিসি