মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতরে সাইবার হামলার ঘটনায় জড়িত থাকতে পারে চীন৷ সাইবার হামলার ঘটনা প্রকাশিত হওয়ার পর এই অভিযোগ করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার৷
ওয়াশিংটন ডিসি’তে এ এক সম্মেলনে তিনি বলেন, মার্কিন সরকার সাইবার হামলার বিষয়ে তদন্ত অব্যাহত রাখলেও চীনকেই সন্দেহ করছে তারা৷ এই মাসের ৫ তারিখে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে সাইবার হামলার ঘটনা প্রকাশ্যে আসে৷এই দফতরের বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতরে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা অন্তত ৪০ লক্ষ সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে৷
তবে, এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে চীন৷ সাইবার হামলায় বেজিং জড়িত থাকতে পারে বলে কেউ সন্দেহ প্রকাশ করলে তা হবে দায়িত্বজ্ঞানহীন এবং অবৈজ্ঞানিক।