‘রমজান থেকে শিখে ১১ মাসও ভালো কাজ করতে হবে’

SHARE

amuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “শুধু মাহে রমজানের ৩০ দিন রোজা রেখে ইবাদত বন্দেগি ও ভালো কাজ করলে চলবে না। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি ১১ মাসও ভালো কাজ করতে হবে। কিছু লোক মনে করে একমাস রোজা রাখলেই চলবে বাকি ১১ মাস ইবাদত না করলেও সমস্যা নেই, কিন্তু তাদের এ ধারণা সঠিক নয়।”

শুক্রবার ঝালকাঠি জেলা পুলিশ প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসবচ কথা বলেন।

পুলিশ লাইন্স দরবার হলে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এস.এম. সোলায়মান, জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, বরিশালের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামীম আজাদ, পৌর মেয়র আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পণির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসূল, শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার প্রমুখ।