
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুমি খাতুন হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার চাকায় ওড়না আটকে যাওয়ার পর মেয়েটি রাস্তায় পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) জাকির হোসেন জানান, মেয়েটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি । তবে এ ব্যাপারে থানায় কোন আভিযোগ পাওয়া যায়নি।’