মঙ্গলবার দিবাগত রাতে মধ্য বাসাবো ও মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মাসুদ (১৮) ও তেলু মিয়া (৪৮)।
মতিঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহমুদুল হক জানান, মতিঝিল পূবালী ব্যাংকের সামনে রাত পৌনে ২টার দিকে ট্রাকচাপায় আহত হন মোটরসাইকেল আরোহী মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত মাসুদ কুমিল্লার লাঙ্গলকোটের চণ্ডিকোট এলাকার আবুল হোসেনের ছেলে।
সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেন জানান, সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তেলু মিয়া নামে এক পথচারী রাত ৩টার দিকে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নিহত তেলু মিয়ার বাসা যাত্রাবাড়ীর ধলপুরে বলে জানা গেছে।





