মেহেরপুরে গণপিটুনিতে জামাই নিহত

SHARE

meherpurমেহেরপুরের গাংনীর মহাব্বতপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নাজিম উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার শাশুড়ি রহিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাদিয়াপাড়া গ্রামের মহসিন আলীর জামাই নাজিম উদ্দীন গত কয়েকদিন আগে শ্বশুরবাড়ি যান। বুদবার ভোরে পার্শ্ববর্তী মহব্বতপুর গ্রামের পাহারাদাররা গ্রামের মোড়ে তাকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। তাকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন শাশুড়ি রহিমা খাতুনও।

খবর পেয়ে পুলিশ আহত জামাই-শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে জামাই নাজিম মারা যান। নিহতের স্ত্রী শাহিনা খাতুনের অভিযোগ, তার মানসিক প্রতিবন্ধী ভাই জুয়েলকে খুঁজতে বাড়ি থেকে বের হলে স্বামী ও তার মাকে গণপিটুনি দেয়া হয়।

পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের ইলিয়াছ হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।