পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে লিটন দাসের দলের। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া উপায় নেই পাকিস্তানের।
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ একাদশে দেখা গেছে একাধিক পরিবর্তন। বিশ্রামে রয়েছেন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় দলে এসেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম।
পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ ড্যানিয়েল।
দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি নির্ধারক হয়ে উঠতে পারে পুরো সিরিজের গতিপথের জন্য। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ, আর পাকিস্তানের সামনে লড়াই করে ফিরে আসার চ্যালেঞ্জ।