মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়ি নেওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মরদেহবাহী ফ্রিজার ভ্যান।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। এতে গাড়িতে থাকা নিহতের স্বজনেরা আহত হয়েছেন।
নিহত ওই শিক্ষার্থী টাঙ্গাইলের সখিপুর থামার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মেহনাজ আফরিন হুমাইরা (৮)।