আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতিগত গুরুত্বপূর্ণ বিলটিতে স্বাক্ষর করেছেন, যা কংগ্রেসে অল্প ব্যবধানে পাস হওয়ার একদিন পরই আইনে পরিণত হলো।

শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের এজেন্ডার প্রধান কিছু অংশ কার্যকর হয়—এর মধ্যে রয়েছে কর ছাড়, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অভিবাসন দমন নীতি।

স্বাধীনতা দিবসের আতশবাজি ও সামরিক পিকনিকের আগে বিলটিতে স্বাক্ষরের সময় হোয়াইট হাউসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এই পিকনিকে সম্প্রতি ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো পাইলটরাও উপস্থিত ছিলেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেন, এই আইন অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে। তবে এখন তাকে এমন অনেক আমেরিকানকে বোঝাতে হবে যারা বিলটির কিছু অংশ নিয়ে সন্দিহান, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে অনেকেই এর কিছু দিক পছন্দ করছেন না।

তার নিজের রিপাবলিকান দলের কিছু সদস্যও এর বিরোধিতা করেছেন, কারণ এটি যুক্তরাষ্ট্রের ঋণ আরো বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করেছেন যে, এই বিল ধনীদের উপকৃত করবে এবং গরিবদের ক্ষতিগ্রস্ত করবে।

এর আগে ক্যাপিটল হিলে দীর্ঘ অধিবেশনের পর বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮ বনাম ২১৪ ভোটে পাস হয়। এর আগে মঙ্গলবার সিনেটে এটি মাত্র এক ভোটের ব্যবধানে অনুমোদিত হয়েছিল।

ট্রাম্প রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসকে এই বিল ৪ জুলাইয়ের মধ্যে তাকে চূড়ান্তভাবে পাঠাতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যাতে তিনি এটিকে আইনে পরিণত করতে পারেন।

কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছরে এই বিলের ফলে মার্কিন বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার (প্রায় ২.৪ ট্রিলিয়ন পাউন্ড) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কোটি মানুষ স্বাস্থ্যবীমা থেকে বঞ্চিত হতে পারেন — যদিও হোয়াইট হাউস এই পূর্বাভাসের সঙ্গে একমত নয়।