গত ২৪ ঘণ্টায় ২৪২টি নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময় কেউ মৃত্যুবরণ করেনি।
শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ।
অধিদপ্তর জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।
এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬৮ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬২৩ জন।