ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকে হারিয়ে ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছিল আল-হিলাল। সেই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। তবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে এসে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে থমকে যেতে হলো তাদের।
ফ্লোরিডার মাঠে শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকেই বিদায় নেয় আল-হিলাল।
আর এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।
ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে নেমে আসে শোকাবহ পরিবেশ। স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল-হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর চোখের পানি ছুঁয়ে যায় সবাইকে।
আবেগময় মুহূর্ত পেরিয়ে মাঠে গড়ায় বল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল আল-হিলাল। বল দখল, শট—সবকিছুতেই এগিয়ে থাকলেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখলেও তা থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা।
অন্যদিকে, বল দখলে পিছিয়ে থেকেও সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ক্লাবটি। বিরতির পর গোল শোধ করেন আল-হিলালের মার্কোস লিওনার্দো। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে ফের লিড নেয় ফ্লুমিনেন্স।
শেষ মুহূর্তে গোল শোধে মরিয়া চেষ্টা চালায় আল-হিলাল।
তবে ফ্লুমিনেন্সের জমাট রক্ষণ আর ম্যাচে ফিরতে দেয়নি সৌদি ক্লাবটিকে।