ভিডিও গেম ফিফা-তে ‘নাম্বার ওয়ান’ ছিলেন জোতা!

SHARE

ফুটবলের প্রতি ডিয়োগো জোতার ভালোবাসার কোন কমতি ছিল না। দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ভার্চুয়াল জগতের ফুটবলেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। এমনকি মাঠের গোলের পর ঘাসে বসে দিতেন ট্রেডমার্ক ‘ভিডিও গেম সেলিব্রেশন’। এ থেকেই অনুমান করা যায় ভিডিও গেমের প্রতি কতটা আসক্ত ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ইএ স্পোর্টস-এর জনপ্রিয় ভিডিও গেম ফিফা-তে তিনি ছিলেন বিশ্বসেরা। ২০২১ সালে প্লেস্টেশন-এর ‘ফিফা ২১ চ্যাম্পিয়নস লিডারবোর্ডে’ তিনি ছিলেন এক নাম্বারে।

এর আগে, ২০২০ সালের কোভিড মহামারির সময় জোতা উলভসের ই-স্পোর্টস টিমের হয়ে জিতেছিলেন ফিফা-২০ ‘ইপ্রিমিয়ার লিগ ইনভাইটেশনাল’। সেখানে তিনি ফাইনালে হারান তার লিভারপুল সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে।

ফিফা ২৩-এ তিনি ছিলেন ইউরোপের শীর্ষ রেজিস্টার্ড খেলোয়াড়দের একজন, যার ফলে প্লেস্টেশনে তিনি ই-চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেন।

২০২১ সালে লিভারপুল তারকা জোতা নিজের নামে গঠন করেন একটি ই-স্পোর্টস দল। পরে ২০২৩ সালে সেটি পুনরায় নামকরণ করা হয় ‘লুনা গ্যালাক্সি’।