চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী মম

SHARE

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ থেকে পদত্যাগ করেছেন। গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে মম বলেন, “ব্যক্তিগত ও পেশাগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমতায় থেকে ভালোভাবে কাজ করতে পারছিলাম না, পর্যাপ্ত সময় দিতে না পারায় পদত্যাগ করেছি। আমার জায়গায় কেউ সময় দিয়ে ভালোভাবে কাজ করতে পারলে, সেটিই কমিটির জন্য মঙ্গলজনক হবে।”

তিনি আরও স্পষ্ট করেন, সদ্য ঘোষিত সরকারি অনুদানের তালিকা এবং সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, ১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৩২টি চলচ্চিত্রকে মোট ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়।

মম ছাড়াও একই কমিটি থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিতাস জিয়া এবং নির্মাতা সামির আহমেদ।