শেষ ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে ইতালিয়ান ফুটবলের নতুন রাজা

SHARE

আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ইতালিয়ান লিগের শীর্ষ দুই দল নাপোলি ও ইন্টার মিলান। ঘরের মাঠে ক্যালিয়ারির বিপক্ষে জয় পেলেই সরাসরি শিরোপা ঘরে তুলবে নাপোলি। তবে পয়েন্ট হারালে সুযোগ থাকবে ইন্টার মিলানের। শিরোপা নির্ধারণী ম্যাচ দুটি শুরু হবে শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

এখনও অমীমাংসিত ইতালিয়ান ঘরোয়া ফুটবল সিরি আ’র শিরোপা। ইন্টার মিলান নাকি নাপোলি, কার হাতে উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ। এ জন্য অপেক্ষা করতে হচ্ছে লিগের শেষ ম্যাচ অবধি। নিজেদের শেষ ম্যাচের ফলাফলই নির্ধারিত করবে কে হবে ইতালিয়ান ফুটবলের নতুন রাজা।

এবারের মৌসুমে শিরোপার জন্য পাল্লা দিয়ে লড়াই করে যাচ্ছে দুই দলই। পয়েন্ট ব্যবধান মাত্র ১। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। আর সমান সংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইন্টার মিলান। তাই দুই দলের জন্যই লিগের শেষ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ন।

শিরোপা নির্ধারণী ম্যাচে এগিয়ে থাকবে নাপোলি। ঘরের মাঠে টেবিলের ১৪তম দল কালিয়ারির বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল নাপোলি। এবার নিজের হোম ম্যাচ হওয়া বাড়তি সুবিধা পাবে ব্লুজ। শুধু হোম ভেন্যুর সুবিধাই নয়, সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণীতেও এগিয়ে নাপোলি।

তবে পয়েন্ট হারালে তাকিয়ে থাকতে হবে ইন্টার মিলানের ম্যাচের ফলাফলের দিকে। তাই জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চান কোন এন্তোনিয়ো কন্তে। আর এ ম্যাচে জয় পেলেই, গত মৌসুমের ১০তম স্থানে শেষ করা প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নশিপ ঘরে তুলবে নাপোলি।

এদিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। জার্মানিতে ইউসিএল ফাইনালের আগে আরেকটি ফাইনালে মাঠে নামবে সিমিওনে ইনজাগির দল। প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা হলেও জয়ের জন্য আত্মবিশ্বাসী মিলান। তবে শুধু জয়ই তাদের শিরোপা জয়ের জন্য যথেষ্ট নয়, মেলাতে হয়ে কিছু কঠিন সমীকরণও।

ইন্টার মিলানের থেকে নাপোলি এক পয়েন্ট এগিয়ে থাকায়, কোমোর বিপক্ষে জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে নাপোলির ম্যাচের দিকে। যদি নাপোলি পয়েন্ট হারায় তবেই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে ইন্টারের। তবে এসব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলার দিকে মনোযোগ নেরাজ্জুরিদের। কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এটাই যে শেষ প্রস্তুতির মঞ্চ।