দুই শ্রেষ্ঠের লড়াই। লড়াইটা এককভাবে শ্রেষ্ঠ বনে যাওয়ার, শ্রেষ্ঠত্ব প্রমাণের। আগামী ১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটাও হবে ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে।
ওই ম্যাচে কারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, সেই তথ্য আজ প্রকাশ করেছে আইসিসি।
অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংঅর্থ। টিভি আম্পায়ারের ভূমিকায় ইংল্যান্ডের রিচার্ড কেটলবোরো ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় ভারতের নিতিন মেনন থাকবেন। ম্যাচ রেফারি ভারতের জাভাগাল শ্রীনাথ।
ইলিংঅর্থ তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দায়িত্ব পেয়েছেন। আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই মুহূর্তে বর্ষসেরা আম্পায়ার। গত বছর ডেভিড শেফার্ড ট্রফি তার হাতেই উঠেছে। গ্যাফানিকে ২০২৩ সালের ফাইনালে দেখা গেছে। তিনি গত বছর আইসিসি টি-২০ বিশ্বকাপেও কাজ করেছেন।
কেটলবোরো আইসিসি ইভেন্টে নিয়মিত মুখ। ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
আম্পায়ারদের নাম জানিয়েছে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ বলেছেন, ‘লর্ডসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আমরা অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা সবচেয়ে যোগ্যদের নির্বাচন করার চেষ্টা করেছি। আইসিসির পক্ষ থেকে আমি তাদের জন্য শুভকামনা জানাই।’