নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

SHARE

নিউ ইয়র্ক শহরের ইস্ট রিভার দিয়ে যাওয়ার সময় ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। স্থানীয় সময় শনিবার (১৭ মে) এই দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি যুক্তরাষ্ট্রে এক শুভেচ্ছা সফরে অংশ নিয়েছিল।

দুর্ঘটনার সময় ধারণকৃত বিভিন্ন প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা যায়, একটি বিশাল মেক্সিকান পতাকা উড়িয়ে পাল তোলা জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে পড়ে। ব্রিজের উপর তখন ভারী যান চলাচল চলছিল।

মেক্সিকান নৌবাহিনী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানিয়েছে, ‘কুয়াউতেমোক’ নামের প্রশিক্ষণ জাহাজটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সেটি তার সফর আর চালিয়ে যেতে পারছে না।

মেক্সিকান নৌবাহিনী আরো জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাহাজের কর্মীদের অবস্থা ও ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে তারা।

সিডনি নিডেল এবং লিলি ক্যাটজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, সূর্যাস্তের সময় তারা জাহাজটি দেখছিলেন। তারা জানান, জাহাজটি ব্রিজে ধাক্কা খেয়ে মাস্তুল ভেঙে পড়ার সময় একজন ব্যক্তি জাহাজের উপরের অংশে ঝুলে ছিলেন।

লিলি ক্যাটজ বলেন, ‘প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ফোনে জুম করে দেখি একজন মানুষ।
তিনি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত অন্তত ১৫ মিনিট ধরে ঝুলে ছিলেন।’

তারা আরও জানান, পরে জাহাজ থেকে দুইজনকে স্ট্রেচারে করে ছোট নৌকায় তুলে নেওয়া হয়।

এই আঘাতের ফলে ব্রুকলিন ব্রিজের কাঠামোগত কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন সিটির মেয়র এরিক অ্যাডামস।

১৮৮৩ সালে উদ্বোধন হওয়া ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ প্রায় ১,৬০০ ফুট দীর্ঘ। এটি নিউ ইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত ব্রিজ, যেখানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন এবং আনুমানিক ৩২ হাজার পথচারী চলাচল করেন।
ব্রিজটির ওয়াকওয়ে পর্যটকদের জন্যও একটি বড় আকর্ষণ।