দুর্নীতি কমলে দেশ এগিয়ে যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

SHARE

মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য কোস্টগার্ড, র‌্যাব, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সুন্দরবনে কোনো সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া হবে না। সুন্দরবনে নতুন করে তৎপরতা শুরু করা বনদস্যুদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’