ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়া নতুন মহাকাশ অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ রবিবার (১৮ মে) ভোরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে একটি প্রযুক্তিগত অসঙ্গতির কারণে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৯ এর উৎক্ষেপণ সম্পূর্ণ করা যায়নি।
স্থানীয় সময় ভোর ৫:৫৯ মিনিটে শুরু হওয়া এই মিশনটি ছিল পিএসএলভি এর ১০১তম উৎক্ষেপণ। উৎক্ষেপণের পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ বলেন, ‘রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে তৃতীয় পর্যায়ের মোটর চালু হলেও, সেই ধাপে আমরা একটি পর্যবেক্ষণ পেয়েছি। তাই মিশনটি শেষ করা যায়নি।’ তিনি আরও জানান, সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ইওএস-০৯ উপগ্রহটি ২০২২ সালে উৎক্ষেপিত সফল ইওএস-০৪ এর ধারাবাহিক মিশন হিসেবে পরিকল্পিত ছিল।
এর লক্ষ্য ছিল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য রিমোট সেন্সিং ডেটার গতি ও প্রাপ্যতা বাড়ানো। এটি ছিল দ্বিতীয় পিএসএলভি উৎক্ষেপণ, যেখানে মহাকাশ যানটি ইসরোর নতুন পেলোড ইন্টিগ্রেশন ফ্যাসিলিটিতে সংযুক্ত করা হয়েছিল।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস