সিটি নির্বাচনে ঝামেলার দায় বিএনপির : ইসি

SHARE

shaneowjনির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে পরিবেশ শান্তিপূর্ণ ছিল। যেটুকু ঝামেলা হয়েছে, তার জন্য বিএনপি দায়ী। কারণ, দলটি সরে যাওয়ায় তাদের ভোটারদের মতো সাধারণ ভোটাররাও কেন্দ্রে আসেননি।

এছাড়া, এই সুযোগে আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে, এতে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় শাহ নেওয়াজ আরও বলেন, দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে সন্তোষজনক ভোটারের উপস্থিতি ছিল। বিএনপি সমর্থিত প্রার্থীরা থাকলে ভোটের হার আরও বাড়তো।

তিনি বলেন, দু’টো কারণে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। প্রথমত, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশের বাধা, দ্বিতীয়ত বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঝপথে নির্বাচন বর্জন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শুরুর দিকে কোনো ভোটকেন্দ্রেই সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ। এতে সাধারণ লোক ভোটের প্রকৃত চিত্রের খবর পায়নি।

শাহনেওয়াজ বলেন, সকলেই এখন কমিশনকে দোষারোপ করছেন। কমিশনকে দোষ দেওয়া খুব সহজ। কেননা, অন্য কেউ তো দায় নেবেন না।