শাহ আমানতে ১৭৩টি স্বর্ণের চেইন আটক

SHARE

airport sশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৫০ গ্রাম ওজনের ১৭৩টি স্বর্ণের চেইন আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাইয়ের একটি ফ্লাইটে করে  আল আমীন নামের ওই যাত্রী শাহ আমানতে আসেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া চেইনগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় কাস্টম।

চট্টগ্রাম কাস্টমের সহকারী কমিশনার দৈপায়ন চাকমা জানন, শাহ আমানত বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আল আমীনের লাগেজ স্ক্যান করা হয়। এ সময় একটি কৌটার ভেতর ১৭৩টি স্বর্ণের চেইন পাওয়া যায়।