জবিতে শিক্ষিকা লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

SHARE

ju liggজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান সাংবাদিকদের জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১ (১০) ধারায় বর্ণিত উপাচার্যকে প্রদত্ত ক্ষমতাবলে আরজ মিয়াকে এ বহিষ্কার করা হয়েছে।

আরজ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আরজ মিয়া।
শিক্ষিকার অভিযোগ, বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে আরজ মিয়া তাঁর পথরোধ করে এবং একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতা তাকে চড় মারেন, গায়ের কাপড় ধরে টানাটানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর পাল্টা হিসেবে শিক্ষিকা নিজেও আরজ মিয়াকে চড় মারেন এবং কলার চেপে তাকে প্রক্টরের অফিসে নিয়ে আসেন।

এরপর ভারপ্রাপ্ত প্রক্টর আরজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।