২০ মে থেকে সমুদ্রে মাছ ধরা নিষেধ

SHARE

sea seaসামুদ্রিক মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায়  ৬৫ দিনের জন্য  সব ধরনের বাণিজ্যিক ট্রলারের মাধ্যমে মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ করেছে সরকার। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ১০-২০ ভাগ মাছ সংরক্ষণ করা গেলেও দেশের সমুদ্র এলাকায় বিপুল পরিমাণ মাছ বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।