মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক ও কিছু বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিল চীন।
যুক্তরাষ্ট্র থেকে আসা সব পণ্যে আগামী ১০ এপ্রিল থেকে অতিরিক্ত ৩৪% শুল্ক বসবে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়।
সেই সঙ্গে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোজিয়াম, লুটেনিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামসহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার ঘোষণাও দিয়েছে বেইজিং।
গত বুধবার নতুন ‘রিসিপ্রকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
তার এ ঘোষণায় চীন থেকে আমদানি করা পণ্যে আরো ৩৪% শুল্ক বাড়িয়ে ৫৪% করা হয়।
জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরপরই ট্রাম্প চীনা আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করেন।
বুধবার একই শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন ছিল গড়ে ১৫%।
সূত্র : বিবিসি