কাঠমান্ডুতে ইমারত হোসেনকে ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান

SHARE

নিজস্ব প্রতিবেদক

কাঠমান্ডু (নেপাল), ২৪ আগস্ট ২০২৫ :
বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল www.24hourbd.com এর সম্পাদক ইমারত হোসেন অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হলো সম্মানজনক “ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫”।

ইমারত হোসেনকে এই পুরস্কার প্রদান করা হয় গ্লোবাল এক্সেলেন্স ইন জার্নালিজম (Global Excellence in Journalism Award) শাখায়, তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা, মিডিয়া নৈতিকতা ও মানবাধিকার বিষয়ক অবদানের স্বীকৃতি হিসেবে।

অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক পানি সরবরাহমন্ত্রী আব্দুল খান এবং প্রধান অতিথি ছিলেন নেপাল পার্লামেন্টের সদস্য সেহেরিং। তাঁদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশের এই গুণী সাংবাদিক।

পুরস্কার গ্রহণ শেষে ইমারত হোসেন আবেগপ্রবণ কণ্ঠে বলেন—
“এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, ন্যায়বিচার ও মানবতার পক্ষে থাকা। এই পুরস্কার আমাকে দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”

আয়োজকরা জানান, প্রতিবছরই আন্তর্জাতিক পর্যায়ে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ২০২৫ সালের আসরে সাংবাদিকতা খাতে অসামান্য কাজের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ইমারত হোসেন।

অনুষ্ঠানে নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি ছিল এক আন্তর্জাতিক মিলনমেলা, যেখানে আলোচিত হয় সাংবাদিকতার ভবিষ্যৎ, মানবাধিকার এবং আঞ্চলিক সহযোগিতা।

বাংলাদেশের সাংবাদিকতা জগতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন ইমারত হোসেন। ২০০৬ সালে চ্যানেল আই-এ বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে এটিএন বাংলায় প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল www.24hourbd.com এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ক্ষেত্রে তাঁর আন্তর্জাতিক এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের গণমাধ্যমের মর্যাদা আরও উজ্জ্বল করলো।