রিজভীর তিন মামলায় জামিন নামঞ্জুর

SHARE

rizvi19বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের নাশকতার তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছে দায়রা আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল ইসলাম মোল্লা তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রিজভীর আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, তিনটি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার দুই মামলা এবং মিরপুর থানার একটি মামলা। এর আগে সিএমএম আদালত মামলাগুলিতে জামিন আবেদন নামঞ্জুর করায় এই আদালতে জামিন আবেদন করা হয়েছিল।

চলতি বছরের ৪ মার্চ রিজভীকে মিরপুর থানায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে গত ৪ ফেব্রয়ারি যাত্রাবাড়ী থানার এক মামলায় ৫ দিন এবং গত ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর থানার অপর মামলায় মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চলতি বছর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) কর্তৃক আটক হন রিজভী।

গ্রেপ্তারের পর গত ২৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরও আগে গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার আরেকটি মামলায় ৩ দিনগত ২০ ফেব্রুয়ারি একই থানার মামলায় দুই দিনের, গত ১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিন দিন, এবং গত ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।