ভারতকে ম্যাক্সওয়েলের খোঁচা

SHARE
maxowalভারতীয় দল অস্ট্রেলিয়ায় আছে গত বছরের নভেম্বর থেকে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলেও সফরের শুরুর দিকে অসিদের কাছে রীতিমতো পর্যুদস্ত হয়েছে ধোনি ও কোহলির দল। টেস্টের পর ত্রিদেশীয় একদিনের সিরিজেও অস্ট্রেলিয়ার কাছে প্রতিটি ম্যাচে হারতে হয়েছে।
বিশ্বকাপের সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সে কথাই মনে করিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেমি খেলতে সিডনিতে পৌছে ভারতকে মৃদু খোঁচা দিয়ে অসি অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় এই গ্রীস্মে আমরা ওদের ভালোই টার্গেট করেছিলাম। আমাদের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি। আশা করছি, ব্যাপারটা ওদের ভালোই মনে আছে।’
সেই রেকর্ডের ধারাবাহিকতায় এবারও ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে যাবে বলে বিশ্বাস এরমধ্যেই বিশ্বকাপে পাঁচ ফিফটি করা ম্যাক্সওয়েলের, ‘এই রেকর্ডটা ছাড়াও চলতি গ্রীস্মে আমরাই একদিনের ক্রিকেটে কতৃত্ব করছি। আশা করি সিডনিতেও সেটির ধারাবাহিকতা থাকবে। যদিও সেমিফাইনাল নিয়ে এখনো আমাদের টিম মিটিং হয়নি। তবে ভারতের জন্য আমাদের কিছু জমানো তাসও আছে। সে সব কাজে লাগানো হবে।’
সিডনিতে ভারতের জয়ের রেকর্ড অবশ্য এমনিতেই ভালো নয়। এই মাঠে ১৪ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটিতে জিতেছে ভারত। সেটিও অর্ধযুগ আগে, ২০০৮ সালে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে ২৬ মার্চ।