কেউ যদি আপনাকে গুলি করে তখন আপনি কি করবেন? আর যা করুন, নিশ্চয়ই এ অবস্থায় সেলফি তোলার বিষয়টি মাথায় আসবে না, তাই না? কিন্তু এরকম কাণ্ড করেছেন আমেরিকার এক শিক্ষার্থী।
২০ বছর বয়সী রায়ান মার্টিনেজ একজন শিক্ষার্থী। তিনি একটি রেস্টুরেন্ট কাজ করেন। এক বন্দুকধারী তার কাছে গাড়ির চাবি চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।
তিনি নিজের দিকে ঝুঁকে হোটেলের সবাইকে সতর্ক করে দেন এবং জীবন বাঁচাতে বাইরে দৌড় দেন। এসময় পেছন থেকে রায়ানকে গুলি করে বন্দুকধারী। গুলিটি গিয়ে লাগে রায়ানের কাঁধে। এতে ভীত না হয়ে বরং অদ্ভূত কাণ্ড করে বসেন রায়ান। তিনি তার হাস্যোজ্জ্বল সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এ পোস্ট করে।
ওই বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন।
রায়ানে এখন বাড়িতেই আছেন এবং সেরে উঠছেন। এ ঘটনায় ঐ বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: মিরর।