এরশাদের উপদেষ্টা ববি ঢাকা উত্তরে স্বতন্ত্র প্রার্থী

SHARE

boby hajjjaউত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ।

শনিবার দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়িতে তার ব্যবসায়ী কার্যালয়ে  প্রার্থিতার ঘোষণা দেন তিনি।

ববি জানান, দলে বিভেদ বা কোন্দল চান না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা সম্পর্কে এরশাদ জানেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, “তিনি আমার পিতার সমতুল্য। তাঁকে আমি অনেক ভালোবাসি। তাঁর আদেশ-উপদেশ নিতে চেষ্টা করেছি। উনি কষ্ট পান, সেটা আমি চাই না। ওনার আর্শীবাদ আমার ওপর আছে, থাকবে।’

ঘোষণায় ববি হাজ্জাজ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা ঘোষণা করছি। দুটি কারণে নির্বাচনে এসেছি। প্রথমত, এটি নির্দলীয় নির্বাচন, যেখানে দলের কোনো প্রভাব নেই। দ্বিতীয়ত, আমার জন্ম ঢাকায়, তাই স্বপ্নের ঢাকাকে বাস্তবে রূপ দিতে চাই।”

জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জাপার মহাসচিব বাহাউদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে ববি হাজ্জাজ বলেন, “আমি দলে বিভেদ বা কোন্দল চাই না। দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।” তিনি বলেন, “আমি দলীয় হিসেবে নয়, ব্যক্তি হিসেবে সবার সহযোগিতা চাই। আশা করি দলের নেতা-কর্মীরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুসরণ করবেন।”